খাগড়াছড়ি আদর্শ হাই স্কুল এর পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। খাগড়াছড়ি আদর্শ হাই স্কুল একটি আধুনিক ও তথ্যপ্রযুক্তি মুখী মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান-এ রূপ দিতে আমরা নানামুখী সুদূর প্রসারী কর্মপরিকল্পনা এবং কার্যক্রম হাতে নিয়েছি। ফলে একজন শিক্ষার্থী তার ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করে খুব সহজেই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিজেকে পৌঁছাতে পারবে বলে আমাদের বিশ্বাস। আর আমাদের এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টার পাশাপাশি আপনাদের ভূমিকা ও মূল্যবান পরামর্শ এবং সার্বিক সহযোগিতায় গড়ে উঠতে পারে একটি কাঙ্ক্ষিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আপনার প্রিয় সন্তানকে আগামী দিনের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে তাকে অবশ্যই সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আর এ সু-শিক্ষার জন্য প্রয়োজন সু-পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুন্দর পরিবেশ এবং আদর্শ শিক্ষকদের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা। জ্ঞান-বিজ্ঞান, নৈতিক, মানবিক ও যুগোপযোগী আদর্শ শিক্ষায় ছাত্র-ছাত্রীরা গড়ে উঠুক এই লক্ষ্যে নিবেদিত রয়েছে আমাদের যাবতীয় ঐকান্তিক প্রয়াস। আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। জয় বাংলা